ঢাকা: অপেক্ষাকৃত দুর্বল দল স্টোকসিটির বিপক্ষে মাঠে নেমে আটকে গেল ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট দল আর্সেনাল। স্টোকসিটির মাঠে আতিথ্য নেওয়া গানাররা স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।
পিতর চেক, বেলেরিন, মারতেসাকার, মনরিয়ালের মতো তারকাদের সঙ্গে আর্সেনালের প্রথম একাদশে মাঠে ছিলেন অ্যারন রামসে, ফ্লামিনি, ওয়ালকট, চেম্বারলেইন, ক্যাম্পবেল আর অলিভার জিরুদের মতো তারকারা। তারপরও প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
বিরতির পর বেশ কয়েকবার স্টোকসিটির রক্ষণ ভাঙার চেষ্টা করলেও গানাররা ফিনিশিং টাচে পেরে উঠেনি। ৫৫ শতাংশেরও বেশি বলের দখল ধরে রাখলেও আর্সেনাল পূর্ণ তিন পয়েন্ট অর্জনের জন্য গোলের দেখা পায়নি।
ওয়েঙ্গার শিষ্যরা নিজেদের মাঝে প্রায় ৫০০ পাসের পরও মাঝমাঠে বল দখলের লড়াইয়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়। পাসিং, ক্রসিংয়েও স্টোকসিটির থেকে ঢেড় এগিয়ে থেকেও গোলের দেখা মেলেনি ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত। ফলে, গোলশূন্য ড্র নিয়ে আর্সেনালকে পয়েন্ট ভাগ করে নিতে হয়।
এ ম্যাচে জয় না পেলেও আপাতত টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্সেনাল। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান ম্যাচ খেলে আর সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিচেস্টার সিটি। আর এক পয়েন্ট কম নিয়ে আপাতত তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৬
এমআর