ঢাকা: ন্যু ক্যাম্পে অ্যাথলেতিক বিলবাওকে রীতিমত গোলবন্যায় ভাসালো বার্সেলোনা। কাতালানদের ৬-০ গোলের উড়ন্ত জয়ে হ্যাটট্রিক করে লা লিগার সর্বোচ্চ গোলস্কোরার এখন লুইস সুয়ারেজ।
ডি-বক্স সীমানায় সুয়ারেজকে অবৈধভাবে ট্যাকল করায় ইরাইজোজকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে গোল উৎসবের সূচনা করেন মেসি। এ ম্যাচে দলে থাকলেও দানি আলভেজের মাঠে নামা হয়নি। তার পরিবর্তে পুরো নব্বই মিনিট খেলে আসেন রাইট ব্যাক অ্যালেক্স ভিদাল।
ম্যাচ শুরুর আগে নিজের পঞ্চম ব্যালন ডি’অর ট্রফি নিয়ে গ্যালারিভর্তি দর্শকের সামনে হাজির হন মেসি। কিন্তু, ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর রাতটা যেন দুঃস্বপ্নময় হয়ে থাকল! ব্যাথা অনুভব করায় দ্বিতীয়ার্ধে তাকে আর মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ লুইস এনরিক। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরিতে ভুগে প্রায় দু’মাসের জন্য মাঠের বাইরে চলে যান মেসি। এবার নতুন করে তার হ্যামস্ট্রিং সমস্যা বার্সার কপালেও চিন্তার ভাঁজ ফেললো। অবশ্য, আর্জেন্টাইন আইকনের ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
মেসির পর প্রথমার্ধের ৩১ মিনিটে গোলের খাতায় নাম লেখান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। বিরতির পর দুই মিনিটের মাথায় নেইমারের পাসে বল জালে জড়ান সুয়ারেজ। ৬২ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ইভান রাকিটিচ। এর নেপথ্য কারিগরও নেইমার।
এর ছয় মিনিট বাদেই মেসির বদলি হিসেবে নামা আরদা তুরানের চমৎকার ক্রসে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সুয়ারেজ। আর নির্ধারিত সময়ের আট মিনিট আগে হেডে হ্যাটট্রিক পূরণ করে লিগ গোলের সংখ্যাটা ১৮-এর ঘরে নেন উরুগুইয়ান স্ট্রাইকার।
এদিকে, দাপুটে জয় পেলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শীর্ষে ওঠা হয়নি। লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখে এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ। অপর ম্যাচে স্পোর্টিং গিজনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় সমান ম্যাচে তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ। আর দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ১৯ ম্যাচে ১৪ জয়, তিন ড্র ও দুই পরাজয়ে ৪৫ পয়েন্ট।
অবশ্য, পরের ম্যাচ জিতে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে বার্সার সামনে। শনিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় মালাগার বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। পরদিন একই সময়ে সেভিয়ার মুখোমুখি হবে অ্যাতলেতিকো।
বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএম