ঢাকা: অ্যান্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে লাস পালমাসের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। এ জয়ের ফলে লা লিগার লিগ টেবিলে শীর্ষেই রইল দিয়েগো সিমিওনের শিষ্যরা।
রোববার রাতে পালমাসের ঘরের মাঠ স্তাদিও দি গ্রান ক্যানারিয়া আতিথিয়েতা নিতে যায় অ্যাতলেটিকো। আর ম্যাচে একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় চলতি মৌসুমে জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করা দলটি।
এদিন খেলার ১৭ মিনিটে ডিফেন্ডার লুইজের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। তবে বিরতির আগে এই একটি গোলেই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় অ্যাতলেটিকো। খেলার ৬৮ মিনিটে গ্রিজম্যানের গোলে দলের লিড দ্বিগুন হয়। আর ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফ্রেঞ্চ তারকা গ্রিজম্যান। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোজি ব্ল্যাঙ্কসরা।
শীর্ষে থাকা অ্যাতলেটিকো ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট অর্জন করেছে। তবে এক ম্যাচ কম খেলা বার্সা ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস