ঢাকা: অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৬-০ গোলের উড়ন্ত জয়েও স্বস্তি নেই বার্সেলোনা শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি লিওনেল মেসি।
এদিকে, বিলবাওয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সা। আপাতদৃষ্টিতে, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারছেন না আলবা। বিলবাওয়ের মাঠে বাংলাদেশ সময় বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।
ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে মাঠ ছাড়েন ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত আলবা। তার বদলি হিসেবে নামেন মার্ক বারত্রা। এ ম্যাচে হ্যাটট্রিকের উল্লাসে মাতেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেন লিওনেল মেসি, নেইমার ও ইভান রাকিটিচ।
প্রসঙ্গত, বিলবাওয়ের বিপক্ষেই ফিরতে পারেন আলবা। ন্যু ক্যাম্পে কোপা দেল রের শেষ আটের ফিরতি পর্বের ম্যাচেই পূর্ণ ফিটনেস নিয়ে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ২৭ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এর আগে ২৩ জানুয়ারি (রাত ৯টায়) লা লিগার ম্যাচে মালাগার মুখোমুখি হবে বার্সা। অফিসিয়ালি ঘোষণা না এলেও দশদিনের জন্য ছিটকে যাওয়ায় এ ম্যাচটিতেও আলবার খেলা এক প্রকার অনিশ্চিত।
** বার্সার উড়ন্ত জয়ে মেসির ইনজুরি বিষাদ
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএম