ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। অস্ট্রেলিয়ার ঘরের ছেলে বার্নার্ড টমিককে সরাসরি সেটে হারিয়ে শেষ আটে পা রাখলেন টেনিসের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে।
সোমবার (২৫ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় চতুর্থ রাউন্ডে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন র্যাংকিংয়ের ১৭ নম্বর খেলোয়াড় টমিক। প্রথম দুই সেট ৬-৪ গেমে হেরে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ২৩ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান। তবে টাইব্রেকারে (৭-৪) গড়ানো সেটটি শেষ পর্যন্ত ৭-৬ গেমে জিতে নেন মারে। এরই সুবাদে টানা সাতবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন ব্রিটিশ নাম্বার ওয়ান।
এর আগে তৃতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগিজ জো সৌসার বিপক্ষে চার সেটে (৬-২, ৩-৬, ৬-২, ৬-২) জয় পান মারে। এবার তার কোয়ার্টার ফাইনাল পরীক্ষা। যেখানের তার প্রতিপক্ষ সাবেক তিন নম্বর তারকা (বর্তমানে অষ্টম) স্পেনের ডেভিড ফেরার।
শেষ আটের অপর তিন ম্যাচের মধ্যে জাপানিজ কেই নিশিকোরির মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ। চেক তারকা টমাস বার্ডিচের বিপক্ষে কোর্টে নামবেন ফেদেরার। আর সেমিতে উঠার লক্ষ্যে একে অপরকে চ্যালেঞ্জ জানাবেন ফ্রান্সের গায়েল মনফিলস ও কানাডিয়ান মিলস রাওনিক। এ দু’জনের মধ্যকার বিজয়ী শেষ চারে মারে বা ফেরারের মুখোমুখি হবেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার