রাজশাহী: রাজশাহীতে জাতীয় স্কুল ও মাদ্রাসা ৪৫তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে। চলবে ৩১ জানুয়ারি (রোববার) পর্যন্ত।
সোমবার (২৫ জানুয়ারি) প্রতিযোগিতার আয়োজক রাজশাহী শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক কমিটির সভাপতি প্রফেসর আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
তিনি জানান, রাজশাহীতে অনুষ্ঠেয় প্রতিযোগিতা সফল করতে রোববার (২৪ জানুয়ারি) রাতে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভাও করা হয়েছে।
প্রফেসর আবুল কালাম আজাদ জানান, আগামী ২৮ জানুয়ারি সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া আগামী ৩১ জানুয়ারি দুপুর ৩টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রতিযেগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকাস প্রতিযোগিতায় অংশ নেবে।
এসময় জাতীয় পর্যায়ের এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আবুল কালাম আজাদ।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএস/ওএইচ/এএ