ঢাকা: চেলসির বিপক্ষে খেললেই যেন নিজেদের আর খুঁজে পায় না আর্সেনাল। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ১-০ গোলে হেরে বসে লিগ টেবিলে খাঁদের কিনারায় থাকা ব্লুজদের বিপক্ষে।
আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দিয়েগো কস্তার একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর এ জয়ের ফলে ওয়েঙ্গার শিষ্যদের বিপক্ষে প্রিমিয়ার লিগে টানা নয় ম্যাচ অপরাজিত রইল চেলসি। যার ছয়টিতে জয় ও তিনটিতে ড্র।
এতো গেল এক ঘটনা। তবে রেকর্ডটি হয়েছে আর্সেনাল চেলসির বিপক্ষে লিগের খেলায় টানা ছয় ম্যাচে কোন গোল দিতে পারেনি। যেটি তাদের প্রিমিয়ার লিগের বাজে রেকর্ডের সমান। এর আগে লিভারপুলের বিপক্ষে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত কোন গোল করতে পারেনি আর্সেনাল।
সময়ের হিসেবে আর্সেনাল চেলসির বিপক্ষে লিগে গোল করতে পারেনি নয় ঘণ্টা ৩২ মিনিট ধরে। যেখানে বলা হয় লন্ডন থেকে নিউ ইয়র্কে যেতে আট ঘণ্টারও কম সময় লাগে। চেলসির বিপক্ষে সর্বশেষ ২০১১ সালের অক্টোবরে শেষ ম্যাচ জিতেছিলো আর্সেনাল।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস