ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিলেটে বিজিবির আন্তঃব্যাটালিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সিলেটে বিজিবির আন্তঃব্যাটালিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের আন্তঃব্যাটালিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৬।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) খেলার উদ্বোধন করেন বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহ আলম চৌধুরী, বিজিবিএম, পিবিজিএম।



সিলেট সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে খেলার আয়োজন করে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এতে সিলেট সেক্টরের অধীনস্থ ৫, ২৮ ও স্বাগতিক ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাছাই খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রতিযোগিতা চলাকালে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার, বিজিবিএমএসসহ সিলেট সেক্টর এবং অধীনস্থ ৫ ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সব স্তরের কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

৪ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে। বিজিবি ৪১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।