ঢাকা: নেইমারকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। লম্বা সময়ের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে ব্রাজিলিয়ান সেনসেশনকে পেতে ট্রান্সফার রেকর্ড গড়তেও প্রস্তুত গ্যালাকটিকোরা।
ব্রাজিল ও বার্সা কিংবদন্তি রোনালদিনহোও মনে করেন, নেইমার কখনোই রিয়ালে যোগ দেবেন না। এক সাক্ষাৎকারে দু’বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় বলেন, ‘নেইমার বিশ্বের সেরা ক্লাবে আছে, বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলছে। তাই আমার মনে হয় না সে রিয়ালে যোগ দেবে। ’
নেইমারের কথা বলতে গিয়ে লিওনেল মেসির প্রসঙ্গও টানেন রোনালদিনহো, ‘নিজের প্রজন্মে মেসিই সেরা। এর আগে পেলে, ম্যারাডোনা ও রোনালদো যেমনটি ছিলেন। মেসি ইতোমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে। নেইমারও সে পথে হাঁটছে। আশা করছি, সেও নিজেকে সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমি মনে করি, নেইমার পারবে। ’
এদিকে, চলমান কর ফাঁকির মামলায় রীতিমত আইনি ঝামেলা পোহাচ্ছেন নেইমার। এমন পরিস্থিতিতেও তো ভিন্ন চিন্তা করতে পারেন ২৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। তবে তেমনটি মনে করছেন না রোনালদিনহো, ‘নেইমারের খেলায় এর (কর ফাঁকির মামলা) প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। যা অন্যভাবে মোকাবেলা করতে হবে। আশা করছি, মাথা ঠান্ডা রেখে সে সামনে এগোবে। ’
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএম
** রিয়ালে নেইমারের আগমনে অবাক হবেন না রামোস
** বার্সা সমর্থকদের আশ্বস্ত করলেন নেইমার