ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জিদানের জাদুকরী স্পর্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
জিদানের জাদুকরী স্পর্শ ছবি : সংগৃহীত

ঢাকা: জিনেদিন জিদানের অধীনে সবে মাত্র চারটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু, এরই মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুর কিছু দেয়াল চূর্ণ করে দিয়েছেন ফ্রেঞ্চ কিংবদন্তি! প্রতিভাবান, বিশ্বমানের খেলোয়াড়দের কোচিং করিয়েছিলেন রাফা বেনিতেজও।

কিন্তু, তখন পারফরম্যান্স বিচারে কেমন যেন নিজেদের ছায়া হয়ে থাকে গ্যালাকটিকোরা। জিদান দায়িত্ব নিতেই যেন নিজেদের খোলস থেকে বেরিয়ে আসেন রোনালদো-বেল-বেনজেমারা।

সব মিলিয়ে রিয়ালের আত্মবিশ্বাসটাও এখন অন্য লেভেলে। জিদানের কোচিংয়ে দানি কারভাজাল, টনি ক্রুস, লুকা মডরিচ, জেমস রদ্রিগেজ, ইস্কো ও জেসে রদ্রিগেজরা নিজেদের প্রতিভা প্রদর্শনে আরো একধাপ আগ বাড়িয়েছেন।

এতে কোনো সন্দেহ ছিল না যে, যোগ্য ব্যক্তির অধীনে ভালো কোচিং ম্যানেজমেন্ট মনেপ্রাণেই চাইছিল রিয়াল। যেমনটি পেপ গার্দিওলা বার্সেলোনার কোচ হয়ে দেখিয়ে দিয়েছিলেন। নিজেদের সেরা অবস্থানে ফেরাতে জিদান এসে সেই কাজটিই সফলভাবে করে যাচ্ছেন।

অবশ্যই, মৌসুমের কঠিনতম সময়টি সামনে অপেক্ষা করছে। রিয়ালও শিরোপা জয়ের দৌড়ে রয়েছে। তাদের এখন বেশ কয়েকটি কঠিন ম্যাচে মুখোমুখি হতে হবে। সাফল্যের জন্য যেখানে জয়ের কোনো বিকল্প নেই। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ হবে লস ব্লাঙ্কসদের প্রধান লক্ষ্য।

আপাতত, রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করছেন জিদান। রোমার মাঠে আগামী ১৭ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে লা লিগার ম্যাচে গ্রানাডা (৮ ফেব্রুয়ারি) ও অ্যাথলেতিক বিলবাওয়ের (১৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে রিয়াল।

বলা বাহুল্য, নিজেদের সর্বশেষ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল। এক কথায়, জিদানের দুর্দান্ত কোচিংয়ে দূরন্ত গতিতে ছুটছে স্প্যানিশ জায়ান্টরা। যেন জাদুকরী স্পর্শ!

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।