ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানইউ-ম্যানসিটির জয়, আর্সেনালের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ম্যানইউ-ম্যানসিটির জয়, আর্সেনালের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। তবে ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে আর্সেনাল।

স্টোক সিটিকে ৩-০ গোলে ম্যানইউ ও সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় সিটিজেনরা।

ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় মিডফিল্ডার জেসে লিনগার্ডের গোলে লিড নেয় স্বাগতিক ম্যানইউ। এর নয় মিনিট পরই ওয়েইন রুনির পাসে ব্যবধান দ্বিগুন করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনি মার্শাল। আর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোলের খাতায় নাম লেখান রুনি। অন্যদিকে, পুরো ম্যাচে গোলের দেখাই পায়নি স্টোক। তাই ম্যাচ শেষে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

ম্যানইউ সহজ জয় পেলেও তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে ঘাম ঝড়াতে হয়। সান্ডারল্যান্ডের মাঠে কষ্টার্জিত ন্যুনতম ব্যবধানের জয় পায় সিটিজেনরা। ম্যাচের ১৬ মিনিটের মাথায় স্বাগতিকদের জালে বল জড়ান ‍আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। এই এক গোলের ব্যবধানেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

এদিকে, ঘরের মাঠেই পয়েন্ট খুঁইয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই গোলের জন্য হাহাকার করেন ওজিল-সানচেজরা। সাউদাম্পটনের বিপক্ষে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে থেকেও জালের ঠিকানা খুঁজে পায়নি গানাররা। শুধু তাই নয়, দুই পয়েন্ট খোয়ানোয় তিন থেকে চারে নেমে গেছে গানাররা।

পয়েন্ট টেবিলে আর্সেনালকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে টটেনহাম। একই রাতের (০৩ ফেব্রুয়ারি) ম্যাচে তারা নরউইচ সিটিকে ৩-০ গোলে হারায়। ২৪ ম্যাচ শেষে ৪৭ পয়েন্টে দুইয়ে ম্যানসিটি। গানারদের সংগ্রহ ৪৫। তিনে উঠা টটেনহামের চেয়ে পাঁচ পয়েন্ট পিঁছিয়ে পাঁচ নম্বরে ম্যানইউ (৪০)। আর তিন পয়েন্টের লিড নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে এ মৌসুমের চমক লিচেস্টার সিটি (৫০)।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।