ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমির লড়াইয়ে ভ্যালেন্সিয়ার মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
সেমির লড়াইয়ে ভ্যালেন্সিয়ার মুখোমুখি বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে কোপা দেল রে’র শিরোপা পুণরুদ্ধারই বার্সেলোনার মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে লুইস এনরিকের শিষ্যরা।

তবে এ ম্যাচে ভ্যালেন্সিয়ার হয়ে অভিষেক হতে পারে রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা বিতর্কিত দেনিশ চেরিশেভের।

বুধবার মধ্যরাতে (০৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুইটায় মাঠে নামবে বার্সা ও ভ্যালেন্সিয়া। খেলাটি অনুষ্ঠিত হবে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে।

রাশিয়ান মিডফিল্ডার চেরিশেভকে খেলিয়েই কাদিজের বিপক্ষে কোপার ৩২ রাউন্ডের ম্যাচের পর বহিষ্কার হয়েছিলো রিয়াল। এমনিতে আগের তিন ম্যাচে হলুদ কার্ড পেয়ে নিষিদ্ধ ছিলেন চেরিশেভ। তবে কাদিজের বিপক্ষে তাকে মাঠে নামায় রিয়াল। পরে ম্যাচে রিয়াল জয় পেলেও শেষ পর্যন্ত চলমান আসর থেকে বাদ পড়ে গ্যালাকটিকোরা। আর এবার ভ্যালেন্সিয়াতে ধারে খেলতে এসেছেন তিনি।

এদিকে এ ম্যাচের আগে অবশ্য ফুরফুরে মেজাজেই রয়েছে কাতালানরা। লা লিগায় দাপট দেখিয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছে মেসি-নেইমাররা। কোপাতেও আধিপত্য বজায় রেখে সেমি নিশ্চিত করেছে এনরিক শিষ্যরা।

বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের কোনটিতে হারেনি। অন্যদিকে ধুঁকতে থাকা ভ্যালেন্সিয়া নিজেদের শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র এক ম্যাচে, হেরেছে সমান ম্যাচে। বাকি তিন ম্যাচ ড্র।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে ট্রেবল জয়ী বার্সা। তিন জয়ের পাশাপাশি হেরেছে এক ম্যাচে। বাকি ম্যাচটি ড্র করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।