ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুই বিশ্বসেরার জন্মদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
দুই বিশ্বসেরার জন্মদিন ছবি: সংগৃহীত

ঢাকা: দু’জন একই দিনে পৃথিবীর আলো দেখেন। তাদের বয়সের পার্থক্য সাত।

খেলেন দুই বিশ্বসেরা ক্লাবে। একজন পর্তুগিজ। আরেকজন ব্রাজিলিয়ান। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কাদের কথা বলছি। হ্যাঁ, পাঁচ ফেব্রুয়ারি বর্তমান বিশ্বের অন্যতম দুই বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের জন্মদিন। শুভ জন্মদিন রোনালদো, নেইমার।

রোনালদো ৩১ ও নেইমার ২৪-এ পা দিয়েছেন। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ অধিনায়ক এরই মধ্যে তিনবার ফিফা বর্ষসেরার স্বীকৃতি পেয়েছেন। আর সর্বশেষ (২০১৫) ব্যালন ডি’অরের সেরা তিনে থেকে আগামীর বিশ্বসেরা হওয়ার জানান দিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন।

বার্সায় লিওনেল মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে নেইমারকে। ক্রমেই কাতালানদের প্রাণভোমরা হয়ে উঠছেন ২৪ বছর বয়সী এ উইঙ্গার। ২০১৩-১৪ মৌসুমে সান্তোস থেকে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২০টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল ৭৫টি। এর মধ্যে চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষের জালে ২১ বার বল জড়িয়েছেন।

অন্যদিকে, স্যার অ্যালেক্স ফাগুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে তারকা খ্যাতি পান রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে ছয় মৌসুম কাটিয়ে ২০০৯ সালে বার্নাব্যুতে পাড়ি জমান সিআর সেভেন। রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও এখন রোনালদোর দখলে। এখন পর্যন্ত সব মিলিয়ে ৩২৮ ম্যাচে ৩৪৩টি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

উল্লেখ্য, ১৯৮৫ সালের পাঁচ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেন রোনালদো। এর ঠিক সাত বছর পর ব্রাজিলের সাও পাওলোতে পৃথিবীর আলো দেখেন পেলে-জিকো-রোমারিও-রোনালদো-রোনালদিনহোদের বর্তমান উত্তরসূরি নেইমার।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।