ঢাকা: লিওনেল মেসিকে মারাত্মক ট্যাকল করে গোটা ফুটবল বিশ্বেই ব্যাপক সমালোচিত হন ব্রাজিলিয়ান লেফট ব্যাক ফিলিপে লুইস। বার্সেলোনা কোচ লুইস এনরিক তো একে জঘন্য বলেই আখ্যা দিয়েছিলেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি ফিলিপে লুইসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। এরপরই আরএফইএফ’র আপিল কমিটির কাছে আপিল করে অ্যাতলেতিকো। পূর্ণাঙ্গ রায়ে ৩০ বছর বয়সী এ ডিফেন্ডারের দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছে।
তাই এখন শুধু এইবারের বিপক্ষে ৬ ফেব্রুয়ারি ম্যাচটিতে দলের বাইরে থাকবেন লুইস। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমে যাওয়ায় গেটাফে (১৪ ফেব্রুয়ারি) ও ভিয়ারিয়ালের (২২ ফেব্রুয়ারি) বিপক্ষে তার খেলায় আর কোনো বাধা থাকল না।
ন্যু ক্যাম্পে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত লা লিগার হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেতিকোকে ২-১ গোলে হারায় বার্সা। প্রথমার্ধের আগমুহূর্তে মাঠের বাঁ প্রান্তে মেসিকে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুইস। ভাগ্য ভালো যে, গুরুতর কোনো ইনজুরি আক্রান্ত হননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
শুধু তাই নয়, খেলার ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ডে ডিফেন্ডার দিয়েগো গোদিনও মাঠ ছাড়েন। অবশ্য, নয়জনের দলে পরিণত হওয়ার আগেই অ্যাতলেতিকোর জালে দু’বার (৩০ ও ৩৮ মিনিটে) বল পাঠান মেসি ও লুইস সুয়ারেজ। যদিও খেলা শুরুর দশ মিনিটের মাথায় ভিজিটরদের লিড এনে দিয়েছিলেন মিডফিল্ডার কোকে। কিন্তু, এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়েন দিয়েগো সিমিওনের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএম