ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারোত্তোলনে এলো তিনটি পদক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ভারোত্তোলনে এলো তিনটি পদক ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের গৌহাটি ও শিলং এ চলছে ১২তম সাউথ এশিয়ান (এসএ গেমস) ২০১৬। উক্ত গেমসে ২৩টি ডিসিপ্লিনের মধ্যে অন্যতম একটি হচ্ছে ভারোত্তোলন।

গেমসের দ্বিতীয় দিন থেকে গৌহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ভারোত্তোলন ডিসিপ্লিনের খেলা।
 
ভারোত্তোলনের প্রথম দিনে পুরুষ দুটি এবং মহিলা দুটিসহ মোট চারটি ওজন শ্রেণির খেলা অনুষ্ঠিত হয়। মোল্লা সাবিবার পর পুরুষ বিভাগে ৬২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেন মুস্তাইন বিল্লাহ। ১০০ ও ক্লিন এন্ড জার্কে ১২৫ মোট ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পান বিল্লাহ। এটি এসএ গেমসে বিল্লাহর প্রথম পদক জয়।

এর ফলে শনিবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ভারোত্তোলন ডিসিপ্লিন থেকে মোট চারটি ক্যাটাগরি থেকে পেল দুটি পদক। এই ওজন শ্রেণিতে শ্রীলঙ্কার কুরুকুলা (১১৫ ও ১৫০) মোট ২৬৫ কেজি তুলে স্বর্ণ পান। আর নেপালের বিকাশ থাপা (১১২ ও ১৩০) মোট ২৪২ কেজি তুলে রৌপ্য পান। এই ক্যাটাগরিতে মোট ছয়টি দেশ অংশগ্রহণ করে।
 
পদক পাওয়া প্রসঙ্গে মুস্তাইন বিল্লাহ বলেন- খুবই ভালো লাগছে যে দেশের জন্য একটি পদক জিততে পেরেছি। তাছাড়া আমি প্রথম এসএ গেমসে পদক জিতলাম। তাই ভালোই লাগছে যে খালি হাতে দেশে ফিরছি না।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

** ভারোত্তোলনে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।