ঢাকা: খুব শিগগিরই ফুটবলে ফিরছেন হোসে মরিনহো। চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর নিজের প্রথম সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন এ পর্তুগিজ।
জার্মান বুন্দেসলিগায় বুরুশিয়া ডর্টমুন্ড ও হারর্তা বার্লিনের ম্যাচটি মাঠে বসে দেখার পর এক সাক্ষাতকারে মরিনহো জানান, যতক্ষন পর্যন্ত তিনি নিজের আসল রূপে না ফিরছেন ততক্ষন পুরোপুরি খুশি নন।
মরিনহো জানান, ‘না, আমি এই সময়টা উপভোগ করছি না। আমার পরিবার, বন্ধু, ফুটবল সবই আমার জীবনের অংশ। কোনো একটি ছাড়া আমি চলতে পারবো না। ’
স্পেশাল ওয়ান খ্যাত এ কোচ আরও বলেন, ‘পুরোপুরি খুশি হতে আমার সব প্রয়োজন। সুতরাং আমাকে ফুটবলে ফিরতে হবে। আমি মনে করি এটি আমার জীবনের অংশ। গত ১৫-১৬ বছরের মধ্যে এখন আমি ফুটবলের বাইরে। তবে আমি নিশ্চিত খুব দ্রুতই ফুটবলে ফিরছি। ’
এদিকে জোর গুঞ্জন চলছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন মরিনহো। কারণ বর্তমান কোচ লুইস ফন গালের অধীনে বাজে সময় কাটাচ্ছে রেড ডেভিলসরা।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস