ঢাকা: শৈশবের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টেতে ফেরার আগ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতেই থাকবেন। ঘোষণাটা আগেই দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। সূত্রমতে, সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন আগুয়েরো। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল ঘোষণাটাও চলে আসবে।
গত ২০১৪ সালের আগস্টে ম্যানসিটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেন আগুয়েরো। সে হিসেবে তার ২০১৯ পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে থাকার কথা। গত বছরের শেষদিকে তিনি বলেছিলেন, ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই শৈশবের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টে ফিরবেন।
তবে গত মাসেই ম্যানসিটি অফিসিয়ালদের সঙ্গে আগুয়েরোর এক বছরের চুক্তি নবায়নের আলোচনার সূত্রপাত ঘটে। সেটিই এখন বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে। তাই ২০১৯ নয়, ২০২০ সালেই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানবেন সার্জিও আগুয়েরো!
উল্লেখ্য, অ্যাতলেতিকো মাদ্রিদে পাঁচ মৌসুম কাটানোর পর ২০১১ সালে পাঁচ বছরের চুক্তিতে ম্যানসিটিতে পাড়ি জমান আগুয়েরো। তিন বছরের মাথায় তার সঙ্গে চুক্তি নবায়ন করে সিটিজেনরা। এবার তৃতীয়বারের পালা! এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮৮ ম্যাচে ১২৪টি গোল করেছেন বিশ্বের অন্যতম সেরা এ স্ট্রাইকার। এর মধ্যে ইংলিশ লিগে তার গোলসংখ্যা ১৩৮ ম্যাচে ৯২টি।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএম