ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

২০১৮’র পর রিয়াল ছাড়বেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
২০১৮’র পর রিয়াল ছাড়বেন রোনালদো! ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। আর এই সময়সীমার পর সান্থিয়াগো বার্নাব্যু ছাড়ার ইঙ্গিত দিলেন পর্তুগিজ অধিনায়ক।



সাম্প্রতিক বছরগুলোতে সিআর সেভেনের রিয়াল ছাড়ার গুঞ্জন চলছিলো। বিশেষ করে প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর খেলার ব্যাপারে সংবাদ মাধ্যমগুলো ছিলো সরব। তবে বর্তমানে রিয়াল ছাড়ার কোন সম্ভাবনা নেই বলেও জানান পর্তুগিজ ফরোয়ার্ড।

সম্প্রতি ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোল করে পিচিচি ট্রফি জেতা এ তারকা জানান, মাদ্রিদ ছাড়া তিনি তার ক্যারিয়ার অন্য কোথাও দেখেন না।

রোনালদো জানান, ‘আমি স্পেনে ছয় বছর ধরে খেলছি। এর আগে আমি ম্যানচেস্টার ইউনাইটেডে আরও ছয় বছর ছিলাম। আর এসব ব্যাপার আমার অভিজ্ঞতার ঝুলিকে বাড়িয়ে দিয়েছে। তবে লা লিগা আমার কাছে বিশ্বের সেরা লিগ মনে হয়। ’

৩১ বছর বয়সী এ তারকা আরও বলেন, ‘আমি এখানে আরও কিছু বছর থাকতে চাই। তারপর দেখা যাবে। এখনও রিয়ালের সঙ্গে আমার চুক্তি রয়েছে। এ সময়ের মধ্যে আমি অন্য কিছু চিন্তা করতে চাই না। ’

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।