ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা শুরু হচ্ছে বুধবার (১০ ফেব্রুয়ারি)। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সাতটি বিভাগের বিভাগীয় পর্যায়ের ১৪টি চ্যাম্পিয়ন দল নিয়ে এ খেলা শুরু হবে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। সকাল ৯টায় উদ্বোধনী খেলা উপলক্ষে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
মন্ত্রী জানান, বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে থেকে জয়ীদের নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এদিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি বিতরণে সম্মতি দিয়েছেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলো হলো: রংপুর বিভাগের দিনাজপুর জেলার বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার চটকাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের ধুলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের বরিশাল জেলার কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিলেট বিভাগের মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে বিভাগীয় পর্যায়ের চ্যম্পিয়ন দলগুলো হলো: রংপুর বিভাগের লালমনিরহাটের টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিবাগের খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের ঝিনাইদহের দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রামের রাঙামাটির ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিলেটের পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ৭৩ হাজার ৫০৯টি বিদ্যালয়ের ১ লাখ ৭৯ হাজার ৬৫৩ জন এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৩ হাজার ৪৩১টি বিদ্যালয়ের ১ লাখ ৭৮ হাজার ৩২৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষার মান বৃদ্ধি এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ২০১০ সালে বঙ্গবন্ধু ও ২০১১ সাল থেকে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করা হয়।
ষষ্ঠবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ ও পঞ্চমবারের মতো বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের প্রতিটি খেলায় অংশগ্রহণকারী দলের প্রতিটি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে মেডেল, জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে ট্র্যাকস্যুট, মোজা, কেডস, ক্যাপ ও খেলোয়াড়দের জার্সি দেওয়া হয়।
জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে এবং বিজয়ী দলকে ১ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়।
জাতীয় পর্যায়ের রানার আপ দলের সকল খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে সাড়ে ৭ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে এবং বিজয়ী দলকে ৭৫ হাজার) টাকার প্রাইজ মানি দেওয়া হয়।
জাতীয় পর্যায়ের তৃতীয় স্থান অধিকারী দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার এবং বিজয়ী দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।
এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ২৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার, সর্বোচ্চ গোলদাতাকে ২৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার এবং অংশগ্রহণকারী ১৪টি দলকে সরকারি অর্থে ঢাকায় আবাসন, খাবার ও যাতায়াতের ব্যবস্থা করা হয়।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু হেনা মোস্তাফা কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাইমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমআইএইচ/এএ