ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির হাসপাতাল থেকে ফেরা, তবে..

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
মেসির হাসপাতাল থেকে ফেরা, তবে.. ছবি: সংগৃহীত

ঢাকা: কিডনির সমস্যা থেকে আপাতত মুক্তি পেলেন লিওনেল মেসি। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি)  বার্সেলোনার একটি হাসপাতালে লিথোট্রিপসি হয়েছে এ স্ট্রাইকারের।

এই পদ্ধতিতে আলট্রাসাউন্ড তরঙ্গের সাহায্যে মেসির কিডনিতে জমে থাকা পাথরকে নষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার মেসিকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

কিন্তু চিকিৎসকরা এও জানিয়েছেন যে, এখনই মেসির পক্ষে মাঠে নামা ঠিক হবে না। তাকে কমপক্ষে এক সপ্তাহ বিশ্রাম নিতে হবে। হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, ‘ভবিষ্যতে মেসি ফের কিডনির সমস্যা অনুভব করলে তাকে লিথোট্রিপসি পদ্ধতিতেই চিকিৎসা করা হবে। তার জন্য কোনও বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না’।

এদিকে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বার্সেলোনা ম্যানেজার লুইস এনরিকও। তিনি বলেছেন, ‘চিকিৎসকদের পরামর্শ শুনতে আমরা বাধ্য। তাছাড়া এখনও প্রচুর কঠিন ম্যাচ পড়ে রয়েছে। ফলে মেসিকে নিয়ে আমি কোনও ঝুঁকি নিতে চাই না। ’

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হয়তো আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোর বিরুদ্ধে আবার মাঠে নামতে পারেন মেসি। তাছাড়া চলতি মাসের তৃতীয় সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে কাতালানরা খেলবে আর্সেনালের বিরুদ্ধে। সেই ম্যাচের দিকে তাকিয়ে মেসিকে পূর্ণ বিশ্রামে রাখার পক্ষপাতী কোচ এনরিকও।
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।