ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পার্টিং অসন্তোষে গলফার জামাল

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পার্টিং অসন্তোষে গলফার জামাল ছবি : কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র দ্বিতীয় আসরে শিরোপা না জিতলেও ভাল পারফর্ম করতে চাইছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। টুর্নামেন্টের প্রথম দিন তিন আন্ডারপার নিয়ে দিন শেষ করা এই গলফার দ্বিতীয় দিন পারের চাইতে ২শট কম খেলেছেন।

ফলে তাঁর মোট পারের সংখ্যা পাঁচ আন্ডার।

কিন্তু, এমন পারফরম্যান্স যেন কিছু্তেই তাঁকে তুষ্ট করত পারছে না। দ্বিতীয় দিনে ন্যুনতম ১০-১২ আন্ডার পার করতে পারলে তুষ্ট হতে পারতেন বলে জানালেন তিনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন শেষে এই স্বাগতিক গলফার আরও জানালেন, ‘আজ পার্টিং ভাল করতে পারিনি তাই মাত্র দুই আন্ডার পার করতে পেরেছি। পার্টিং ঠিক মতো না হওয়ায় বেশ কয়েকটি বার্ডি হাতছাড়া হয়ে গেছে। ’

দুই দিন শেষে ৫ আন্ডার পার খু্ব আহামরি কিছু নয়। কেননা, ১১ আন্ডার পার খেলে তাঁর প্রতিপক্ষরাই শিরোপা জয়ের হুঙ্কার দিচ্ছেন। তারপরেও স্বপ্ন দেখছেন জামাল। ‘মাত্র দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে, এখনও দুই রাউন্ড বাকি আছে। শিরোপা জিততে না পারলেও আশা করছি শিরোপার কাছাকাছি যেতে পারবো। ’

বসুন্ধরা গলফের গেল আসরে বৃষ্টির কারণে কুর্মিটোলা গলফ কোর্সের অবস্থা ভাল ছিলনা। কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় কন্ডিশন খুবই ভালো। আর এই কন্ডিশনই নাকি জামালকে ভাল কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।   

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/আরএম

** ৪ বার্ডি, ২ বগিতে দিন শেষ করলেন জামাল
** শুরু হলো বসুন্ধরা গলফের দ্বিতীয় দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।