ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিক্ষার্থীদের মাঝেও সাড়া ফেলেছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শিক্ষার্থীদের মাঝেও সাড়া ফেলেছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এক বছর বিরতির পর পর্দা উঠেছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ-২০১৬। এটি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

কুর্মিটোলা গলফ ক্লাবে বসেছে এবারের আসরটি।

আর দ্বিতীয় আসরের মেগা এই ইভেন্ট সাড়া ফেলেছে ছাত্র-ছাত্রীদের মাঝেও। উঠতি তরুণ-তরুণীদের সঙ্গে যারা গলফের খোঁজখবর রাখেন তারাও দৃষ্টি রেখেছেন এবারের ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেনে’।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে দেখা মেলে একদল শিক্ষার্থীর। বেসরকারি একটি ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা। এসেছেন গলফের এই মেগা ইভেন্ট উপভোগ করতে। আফ্রিকা, আমেরিকা, এশিয়ার সেরা গলফারদের কাছে থেকে দেখার ইচ্ছেই তাদের টেনে নিয়ে এসেছে কুর্মিটোলায়।

পেশাদার গলফে বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন। আর দেশসেরা এই গলফারের টি অফ (সকাল ৮টা ৩০ মিনিট) দেখেই শুরু হয় কুর্মিটোলায় আসা দলটির। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভার্সিটির কোনো অ্যাসাইনমেন্ট নয় এটি, নিজেদের ইচ্ছে আর গলফকে কাছ থেকে দেখতেই তারা দল বেঁধে শিক্ষকদের সঙ্গে এখানে এসেছেন। থাকবেন দুপুর পর্যন্ত।

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ কোর্সে ৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টটির এবারের আসরের উদ্বোধন করা হয়। আয়োজনের জন্য খরচ হবে আরও ২ লাখ ডলারের মতো। পুরো অর্থ দেবে পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্বের ৩৫টি দেশের ১৩৮ জন গলফার অংশ নেন এশিয়ান ট্যুরের এই আসরে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন ৩১ জন গলফার।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৬
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।