ঢাকা: দুই বছরের চুক্তিতে অ্যাতলেতিকো মিনেইরোতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রবিনহো। সাবেক ক্লাব সান্তোসে চতুর্থবারের মতো ফেরার সুযোগ থাকলেও তা নাকচ করে দেন ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড।
অ্যাতলেতিকো মিনেইরোর প্রেসিডেন্ট ড্যানিয়েল নেপোমুসেনা টুইটার বিবৃতিতে চুক্তি সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিনহোর ব্রাজিল কিংবা ইংলিশ লিগে ফেরার একটা গুঞ্জন উঠেছিল। কিন্তু, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা শেষ পর্যন্ত স্বদেশী ক্লাবকেই বেঁছে নিলেন।
গোল ডট কম এর বরাত দিয়ে জানা যায়, সান্তোস ও মিনেইরো দুই ক্লাবই রবিনহোকে দলে ভেড়াতে মুখিয়ে ছিল। কিন্তু, সাবেক ক্লাবের ১ লক্ষ্য ৩৩ হাজার ইউরোর (মাসিক বেতন) প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি মিনেইরোর ডাকে সাড়া দেন। যেখানে তার মাসিক বেতন ধরা হয়েছে ১ লক্ষ্য ৭৭ হাজার ইউরো।
সূত্রমতে, দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবল টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসে খেলার জন্যই নাকি অ্যাতলেতিকো মিনেইরোতে নাম লেখান রবিহহো। সম্প্রতি চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডের সঙ্গে তার ছয় মাসের সংক্ষিপ্ত চুক্তির মেয়াদ শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ার ১২, ২০১৬
আরএম