ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারকে ঘিরে ‘নতুন’ গুজব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নেইমারকে ঘিরে ‘নতুন’ গুজব ছবি: সংগৃহীত

ঢাকা: কর ফাঁকি, দলবদল ইস্যুটি যেন পিছু ছাড়ছে না নেইমারের। সম্প্রতি সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে, তার দলবদলের বিষয়টি নিয়ে।

যদিও বরাবরই বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন ব্রাজিলিয়ান সেনসেশন। ক’দিন আগেই খবর প্রকাশিত হয়, নেইমারকে পেতে নাকি ১৪৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এবার ‘নতুন’ করে গুজবের জন্ম দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যদিও নেইমারকে দলে ভেড়াতে তাদের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। তবে একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম প্রকাশ করেছে, নেইমারকে ন্যু ক্যাম্প থেকে প্যারিসে ভাগিয়ে আনতে বাৎসরিক ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত পিএসজি।

জানা যায়, দল নিয়ে দীর্ঘমেয়াদী উন্নতির দিকে দৃষ্টি রাখছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। তাদের বর্তমান লক্ষ্য, ক্লাবের সবচেয়ে বড় তারকা হিসেবে নেইমারকে দলে ভেড়ানো। যেমনটা বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।

বার্সায় নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। কিন্তু, দলের ভবিষ্যৎ কান্ডারির সঙ্গে নতুন করে চুক্তি সম্পন্নের পথে হাঁটছে কাতালানরা। কিন্তু, বেশ কয়েক মাস ধরেই নেইমার-বার্সার চুক্তি নবায়ন হবে হবে করেও হচ্ছে না! তার ওপর কর ফাঁকির মামলায় আইন-আদালতের ঝক্কি-ঝামেলা পোহাচ্ছেন ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।

নেইমারকে দলে টানতে যেসব ক্লাব গুঞ্জন ছড়াচ্ছে তারা আদৌ অফিসিয়াল প্রস্তাব দেবে কিনা সেটিই এখন দেখার বিষয়! সামার ট্রান্সফার উইন্ডোর কিন্তু খুব বেশি দেরি নেই।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম

** নেইমারকে পেতে ম্যানইউর ১৪৪ মিলিয়ন পাউন্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।