ঢাকা: কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হওয়া ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ এর চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা শুরু হয়েছে। স্বাগতিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সপ্তম স্থানে থাকা সাখাওয়াত হোসেন সোহেল ও জামাল হোসেন সকাল ৯টা ৫০ মিনিটে এক নম্বর হোল থেকে টি-অফ করেছেন।
এছাড়াও গতকাল (১২ ফেব্রয়ারি) এগারোতম অবস্থানে থাকা আব্দুল মতিন ৯টা ৪০ মিনিটে টি-অফের মধ্য দিয়ে তার চতুর্থ রাউন্ড শুরু করেন।
চারদিন ব্যাপী বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে এখন পর্যন্ত শীর্ষে থাকা থাইল্যান্ডের থিতিফুন চুয়াইপরাকং সকাল ১০টা ১০ মিনিটে এক নম্বর হোল থেকে টি-অফ করেছেন।
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় আসরে বিশ্বের ৩৫টি দেশের ১৩৮ জন গলফার অংশ নেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন ৩১ জন গলফার। এদের মধ্যে অ্যামেচার গলফার ছিলেন পাঁচজন।
গত বছরের ২৭-৩০ মে কুর্মিটোলো গলফ কোর্সে প্রথমবার অনুষ্ঠিত হয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার গড়াচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে যার পর্দা নামবে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর