কুর্মিটোলা থেকে: বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় কুর্মিটোলা গলফ কোর্সে ৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৬’ গলফ টুর্নামেন্টের মেগা ইভেন্টের পর্দা নামলো শনিবার (১৩ ফেব্রুয়ারি)। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ আসরে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের গলফার থিতিফুন চুয়াইপরাকং।
এবারের আসরের দ্বিতীয় স্থানটি পেয়েছেন থিতিফুনের স্বদেশি সুতিজিত। পারের চেয়ে ১৯ শট কম খেলে তিনি দ্বিতীয় শীর্ষস্থানটি অর্জন করেন। চতুর্থ দিন থাই এ গলফার প্রথম হোলেই বোগির কবলে পড়েন। তবে, পরের দুটি হোলেই বার্ডি পেয়ে যান তিনি। দিনশেষে তার মোট বার্ডির সংখ্যা আটটি ও বোগির সংখ্যা তিনটি।
তৃতীয় হয়েছেন ভারতের সুভাঙ্কর। ছয়টি বার্ডি পাওয়া এ ভারতীয় গলফার দিনশেষে কোনো বোগির কবলে না পড়ায় পারের চেয়ে ১৪ শট কম খেলে তৃতীয় হন।
এছাড়া, চতুর্থ স্থানটি পান আরেক থাই গলফার পাচারা। পারের চেয়ে ১২ শট কম খেলে তিনি চতুর্থ দিন ১৮ হোলের খেলায় সাতটি বার্ডি আর পাঁচটি বোগি মারেন।
পঞ্চম থেকে দশম স্থানে থাকেন যথাক্রমে ভারতের চিকারাঙ্গাপা, বাংলাদেশের শাখাওয়াত সোহেল, কোরিয়ার সুমিন লি, বাংলাদেশের জামাল হোসেন, ভারতের শঙ্কর দাস ও আমেরিকার জোহানেস।
বিশ্বের ৩৫টি দেশের ১৩৮ জন গলফার অংশ নেন এশিয়ান ট্যুরের এই আসরে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন ৩১ জন গলফার।
** চতুর্থ রাউন্ড শুরু করলেন জামাল-সোহেল
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এমআর