ঢাকা: পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৬’ গলফ টুর্নামেন্টের দ্বিতীয় আসর। চারদিন ব্যাপী এই আসরের শিরোপা জিতেছেন থাইল্যান্ডের গলফার থিতিফুন চুয়াইপরাকং।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানাই গলফের এত বড় আয়োজনের পৃষ্ঠপোষকতা করার জন্য। গলফ সম্পর্কে আমার তেমন ধারণা ছিলো না। এখানের দেশি-বিদেশি খেলোয়াড়, দর্শকদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। ’
‘আমি খুশি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকার সুযোগ দেয়ার জন্য। আমি আশা করি, আগামী বছরের আয়োজনে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়বে। ’-যোগ করেন বাণিজ্যমন্ত্রী।
বসুন্ধরা গ্রুপের এমন পৃষ্ঠপোষকতা বাংলাদেশের গলফকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চমৎকার এ আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানকে বিশেষভাবে ধন্যবাদ জানান মন্ত্রী।
চ্যাম্পিয়ন ও বাংলাদেশের মধ্যে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। চ্যাম্পিয়ন থিতিফুনের হাতে ট্রফি তুলে দেন তিনি। ব্যান্ড বাদকদের সুরের মূর্ছনায় উৎসবমুখর পরিবেশে শেষ হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, এশিয়ান ট্যুরের সহযোগী পরিচালক ইরফান হামিদ, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান, বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মোহাম্মদ আবু তৈয়ব ও অন্যান্য অতিথিবৃন্দ।
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় আসরে বিশ্বের ২৯টি দেশের ১৩৭ জন গলফার অংশ নেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন ৩১ জন গলফার। এদের মধ্যে অ্যামেচার গলফার ছিলেন পাঁচজন।
কুর্মিটোলা গলফ কোর্সে ৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৬’ গলফ টুর্নামেন্টের দ্বিতীয় এই আসর শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। চার দিনের লড়াই শেষে যার পর্দা নামলো শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস
** ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ শিরোপা জিতলেন থিতিফুন