ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিঙ্গাপুরের গলফার মারদান মামাত। প্রথম আসরে সফলতার পর দ্বিতীয় আসরে আসেননি তিনি।
তবে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন থাইল্যান্ডের থিতিফুন চুয়াইপরাকং কথা দিলেন, পরের আসরেও বাংলাদেশে খেলতে আসবেন প্রথমবার এশিয়ান ট্যুর জেতা এই গলফার।
চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে থিতিফুন বলেন, আগামী আসরেও আমি আসতে চাই। চ্যাম্পিয়ন হতে পেরে আমার খুব ভালো লাগছে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আনন্দের এ মুহুর্তে আমার বাবা-মাকে খুব মনে পড়ছে। ’
বসুন্ধরা বাংলাদেশ ওপেনের চতুর্থ রাউন্ড শেষে পারের চেয়ে ২১ শট কম খেলেন থিতিফুন। স্বদেশী সুতিজিতকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন থিতিফুন। দ্বিতীয় স্থান পাওয়া সুতিজিত পারের চেয়ে ১৯ শট কম খেলেন। চতুর্থ দিন তার বার্ডি ছিল ৫টি আর বগির খাতায় নাম লেখান একবার।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস