ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ছেলেদের দিনে হেরেছে মেয়েরাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ছেলেদের দিনে হেরেছে মেয়েরাও ছবি : সংগৃহীত

ঢাকা: শনিবার ১২তম এশিয়ান গেমসের চলমান আসরে স্বাগতিক ভারতের ফুটবল দলেল বিপক্ষে ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় বাংলাদেশ পুরুষ দল। একই দিন স্বাগতিক ভারতের মেয়েদের বিপক্ষে ৫-১ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় মার্জিয়া-সানজিদা-সাবিনাদের।



শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র করলেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারতো গোলাম রব্বানি ছোটনের ছাত্রীরা। ভারত এ ম্যাচে জয় পাওয়ায় লাল-সবুজদের অর্জিত পয়েন্ট টপকে ফাইনালে উঠেছে।

ফলে, চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ নারী দলকে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে হেরে আসর শুরু করা সাবিনা-সানজিদারা নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কাকে এবং মালদ্বীপকে হারায়।

শিলংয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে লাল-সবুজের মেয়েদের সংগ্রহ ছিল ৬ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ছিল নেপাল। আর ভারতের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।