ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভোটিংয়ে নির্বাচিত হবে বিশ্বকাপের মাসকট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভোটিংয়ে নির্বাচিত হবে বিশ্বকাপের মাসকট ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের পর এবারে রাশিয়ার মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। আয়োজক দেশটি এবারে ভিন্নভাবে বিশ্বকাপের ‘মাসকট’ নির্বাচন করতে যাচ্ছে।

আর মাসকটের জন্য কোন প্রাণী বেছে নেওয়া হবে, সেটি নির্বাচন করবে সে দেশের জনগন। সেটিও আবার ভোটিংয়ের মাধ্যমে।

২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ রাশিয়ার ফুটবল ফেডারেশন মাসকটের জন্য প্রাণী নির্বাচন করেছেন তিনটি। সেখানে রয়েছে বাঘ, নেকড়ে আর বিড়াল। এখান থেকেই যেকোনো একটি প্রাণীকে বেছে নিতে হবে রাশিয়ার সাধারণ জনগনকে।

মাসকট নির্বাচন করতে সাধারণ জনগন ভোটিংয়ে অংশ নিলেও এর ডিজাইন করা হবে দেশটির আর্ট ইউনিভার্সিটির ছাত্রদের দিয়ে। ইতোমধ্যে তিন শিক্ষার্থী সম্ভাব্য তিনটি মাসকটের ডিজাইন দাঁড় করে রাশিয়ার ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় থেকে পুরস্কারও পেয়েছেন। তাদের মাঝে স্কুলশিক্ষার্থীও ছিলেন।

আয়োজক কমিটির পরিচালক এলেক্স সরোকিন মাসকট প্রসঙ্গে জানান, আমরা আনন্দিত যে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছে। তাদের নির্বাচন করা মাসকট থেকেই রাশিয়ার জনগনকে বেছে নিতে হবে মাসকট। সবশেষ কোন প্রানীটিকে আসন্ন বিশ্বকাপের আসরে মাসকট হিসেবে দেখা যাবে সেটি ভোটিংয়ের ফলাফল হলেই বুঝতে পারবো।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।