ঢাকা: টানা ৪০ ম্যাচ জিতলেন টেনিসের বিশ্বসেরা জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। আর এ জয়ের মধ্যদিয়ে সেন্ট পিটার্সবার্গ ডাবলসের খেতাবও জিতেছেন ইন্দো-সুইস তারকা জুটি।
সেন্ট পিটার্সবার্গ নারীদের ডাবলস ফাইনালে সানিয়া-হিঙ্গিস হারিয়েছেন রুশ-চেক জুটি ভেরা দুশেনিভা ও বারবেরা ক্রেজিকোভাকে। ফাইনালে ৬-৩, ৬-১ সেটে জিতেছেন মাত্রই অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী সানিয়া-হিঙ্গিস।
চলতি বছর এ নিয়ে চারবার শিরোপার স্বাদ পেলেন সানিয়া-হিঙ্গিস। বছরের শুরুতে তারা জিতেছিলেন ব্রিসবেন শিরোপা এবং পরে সিডনিতে শিরোপা জিতে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনের (বছরের প্রথম গ্রান্ডস্ল্যাম) শিরোপা জিতেছেন তারা।
টানা ৪০ ম্যাচ জিতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ইন্দো-সুইস জুটির এখন দৃষ্টি টানা ৪৪টি ম্যাচ জেতা। ১৯৯০ সালে টানা ৪৪ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলেন জানা নোভোতোনা-হেলেনা সুকোভা জুটি। এ প্রসঙ্গে সানিয়া জানান, আরও একটি শিরোপা জিততে পেরে আমরা দারুণ খুশি। আমাদের চোখ এখন আগের ৪৪ ম্যাচ টানা জয়ের রেকর্ডটির দিকে। আমাদের বিশ্বাস রেকর্ডটি খুব শিগগিরই ছুঁতে পারবো।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর