ঢাকা: বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কর ফাঁকির মামলায় ব্রাজিলের কর্তৃপক্ষ কাতালান এ তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
সাও পাওলোর ফেডারেল কোর্ট নেইমারের প্রায় ১৯২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (মূল্যের ভিত্তিতে) সম্পত্তি বাজেয়াপ্ত করে। এর মধ্যে তার একটি ব্যক্তিগত জেট বিমান ও ইয়ট রয়েছে।
২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নেইমার ব্রাজিলিয়ার ৬৩ মিলিয়ন রিয়াল কর ফাঁকি দেন বলে জানা যায়। সে সময় তিনি দেশটির বিখ্যাত ফুটবল ক্লাব সান্তোসে খেলতেন। ২০১৩ সালে সান্তোস ছেড়ে নেইমার স্প্যানিশ জায়ান্ট বার্সায় পাড়ি জমান।
এর আগে গত সেপ্টেম্বরে দেশটির আদালত নেইমারকে কর পরিশোধের নির্দেশ দিলেও তার পরিবার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কর ফাঁকির মামলা থেকে বাঁচতে নেইমারের বাবা উচ্চ আদালতে আপিল করেন। পরে গত জানুয়ারিতে সেই আপিল খারিজ করে দেন আদালত। আদালত থেকে জানানো হয়, কর পরিশোধ করতে ব্যর্থ হলে নেইমার উক্ত সম্পত্তি ব্যবহার করতে পারবেন না। এছাড়া ব্যক্তিগত সম্পত্তি তিনি কোনোভাবে বিক্রিও করতে পারবেন না।
এদিকে, সান্তোস ছেড়ে বার্সায় আসার সময়ও নেইমার কর ফাঁকি দিয়েছেন বলে মামলা হয়। সেই মামলাটি স্পেনের আদালতে এখনও ঝুলছে। তবে, সেই মামলার বিরুদ্ধে আপিল করেছেন নেইমারের বাবা।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর