ঢাকা: প্রায় দুই মাস পর আবারও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গ্রুপপর্ব শেষে রাউন্ড ১৬’র খেলায় মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল চেলসি ও প্যারিস সেন্ট জার্মেই।
দুটি খেলাই বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় অনুষ্ঠিত হবে। শেষ ষোলোর প্রথম লেগের খেলায় ইংলিশ ক্লাব চেলসি অতিথি হিসেবে খেলতে যাবে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে। আর ম্যাচে যে দল জিতবে তারাই কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে এগিয়ে যাবে।
এর আগে গ্রুপ ‘এ’তে থাকা পিএসজি দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপপর্ব শেষ করে। সেই গ্রুপে শীর্ষে ছিলো আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা চার মৌসুমে পিএসজি নকআউট পর্বে উত্তীর্ণ হলো। এটিই এখন পর্যন্ত লরা ব্লার শিষ্যদের সেরা অর্জন। গত তিন মৌসুমে অবশ্য দলটি কোয়ার্টার ফাইনালেও খেলেছিলো।
এদিকে গ্রুপ ‘ডি’ থাকা চেলসি ডায়নামো কিয়েভকে পেছনে ফেলে শীর্ষ অবস্থান নিশ্চিত করে। আর ইউরোপিয়ান শীর্ষ এ লিগেও ব্লুজদের পরিসংখ্যান ভালো। শেষ ১৩ মৌসুমে দলটি ১২ বারই নকআউট পর্বে খেলেছে।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো শেষ ষোলোর খেলায় মুখোমুখি হচ্ছে চেলসি ও পিএসজি। দু’দলের সর্বশেষ পাঁচবারের দেখায় অবশ্য কেউই এগিয়ে নেই। একবার করে জয়ের বিপরীতে দু’দল ড্র দেখেছে তিনবার।
এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজি নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনটিতে হারেনি। চার জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে। অন্যদিকে নিজেদের শেষ পাঁচ খেলায় তিনটি জয়ের বিপরীতে গাস হিডিঙ্কের শিষ্যরা ড্র করেছে দুটি ম্যাচে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস