ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবারের (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে তারা ৩-১ গোলে রাজশাহীর বাঘমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


 
এর আগে একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ছেলেদের ফাইনাল অনুষ্ঠিত হয়। যাতে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।   টাইব্রেকারে ৩-২ গোলে তারা হারায় দিনাজপুরের বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়ালো এ টুর্নামেন্টের ফাইনাল। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের শুরুটা হয়েছিল ২০১৫ সালের মে মাসে। এরপর  ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয় ১০ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে। এই মাঠেই জাতীয় পর্যায়ের এ খেলা চলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশের ৬৩,৫০৯ টি প্রাথমিক বিদ্যালায়ের ১০,৭৯,৬৫৩ জন ক্ষুদে ফুটবলার।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসকে/আরএম

** সাফল্য যেভাবে ধরা দেয় কলসিন্দুরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।