ঢাকা: ক্রিকেটে যেমন খুলনার মেয়েদের দাপট ফুটবলে তেমনি কলসিন্দুরের মেয়েদের। অনেক সাফল্যের পর এবার কলসিন্দুরের শিশু-কিশোরীরা এনে দিলেন বড় এক সাফল্য।
টানা তিনবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) ফাইনালে ক্ষুদে ফুটবলাররা ৩-১ গোলে রাজশাহীর বাঘমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ২০১৩ ও ২০১৪ সালে টানা দুইবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের এমন ধারাবাহিক সাফল্য নারী ফুটবলকে দেখাচ্ছে নতুন স্বপ্ন।
একটু পেছনে গিয়ে ধারাবাহিক সাফল্য দেখলে বিস্মিতই হতে হয়। ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলের মোট ১৮ জন খেলোয়াড়ই কলসিন্দুরের। সর্বশেষ এসএ গেমসের প্রস্তুতির জন্য জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পায় কলসিন্দুরের পাঁচ ফুটবলার।
কলসিন্দুরের মেয়েদের সবচেয়ে বড় সাফল্য আসে গত ডিসেম্বরে। নেপালে নারীদের এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় স্বাগতিকদের হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী দলের ১৮ ফুটবলারের মধ্যে ১০ জনই কলসিন্দুরের। এদের উত্তরসূরিদের হাতে তো এমন সাফল্য ধরা দিবেই! প্রাথমিকে পড়া খেলোয়াড়দের আইডল তো অনূর্ধ্ব-১৪ দলের কলসিন্দুরের ১০ জনই!
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসকে/আরএম
** বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়