ঢাকা: বদলি হিসেবে মাঠে নেমে পিএসজির হয়ে জয়সূচক গোল করেছেন এডিনসন কাভানি। প্রথম লেগে চেলসিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রাখল ফরাসি চ্যাম্পিয়নরা।
নকআউট পর্বের অপর ম্যাচে রাশিয়ান ক্লাব জেনিতকে ১-০ হারিয়েছে পর্তুগিজ জায়ান্ট বেনফিকা।
গত আসরের নকআউট পর্বেও পিএসজির মুখোমুখি হয়েছিল চেলসি। সেবার ইংলিশ জায়ান্টদের কাঁদিয়ে শেষ আট নিশ্চিত করেছিল লরা ব্লার শিষ্যরা (দুই লেগ মিলে ৩-৩ সমতা থাকার পর অ্যাওয়ে গোলের সুবাদে পরের রাউন্ড নিশ্চিত হয়)।
প্যারিসের মাঠে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে ম্যাচের ৩৯ মিনিটে লিড নেয় পিএসজি। তবে দিয়েগো কস্তার পাসে প্রথমার্ধের যোগ করা সময়ে চেলসিকে ম্যাচে ফেরান মিডফিল্ডার জন মাইকেল। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে বেশ এগিয়ে ছিল স্বাগতিকরা। মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখেন হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা। তবে দ্বিতীয়বার লিড নিতে পিএসজিকে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়।
লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামার চার মিনিটের মাথায় দর্শকদের উল্লাসে ভাসান উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। শেষ পর্যন্ত ভিজিটরদের আর সমতায় ফেরা হয়নি। তাই ম্যাচ শেষে চেলসির হতাশার বিপরীতে উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন ইব্রা-পাস্তোরে-ডি মারিয়ারা।
আগামী ৯ মার্চ (বুধবার) ফিরতি পর্বের ম্যাচে চেলসির মুখোমুখি হবে পিএসজি। স্ট্যামফোর্ড ব্রিজে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএম