ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এ কোন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এ কোন রোনালদো! ছবি : সংগৃহীত

ঢাকা: গত নভেম্বরের পর থেকেই অ্যাওয়ে ম্যাচে গোল খরায় ভুগছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর কারণ জানতে চেয়ে প্রেস কনফারেন্সে সাংবাদিকরা প্রশ্ন করতেই অগ্নিমূর্তি ধারণ করেন পর্তুগিজ অধিনায়ক।

রীতিমত তেলেবেগুনে জ্বলে ওঠে আসন ছেড়েই চলে যান তিনবারের ব্যালন ডি’অর জয়ী।

রিয়াল মাদ্রিদের প্রেস কনফারেন্সে এমন ঘটনা ঘটে। রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচ খেলতে এখন ইতালিতে অবস্থান করছে গ্যালাকটিকোরা। অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায় প্রথম লেগের ম্যাচটি শুরু হবে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩২ বার বল জড়িয়েছেন রোনালদো। এর মধ্যে অ্যাওয়ে ম্যাচের তুলনায় হোম ম্যাচে প্রায় দ্বিগুন গোল (২১টি) করেন সিআর সেভেন।

প্রতিপক্ষের মাঠে শেষ পাঁচটি ম্যাচেই গোল খরায় ভোগেন রোনালদো। অ্যাওয়ে ম্যাচে সর্বশেষ এইবারের (২৯ নভেম্বর) বিপক্ষে তিনি জালের দেখা পান। এ নিয়ে পর্তুগিজ তারকার তীব্র সমালোচনাও হচ্ছে। তবে তা কানে নিতে রাজি নন রোনালদো।

প্রেস কনফারেন্সে তারই একটি চিত্র পাওয়া গেল। কেন অ্যাওয়ে ম্যাচে গোল না পেয়ে নিজের ছায়া হয়ে থাকেন এমন প্রশ্ন শুনেই রাগান্বিত কন্ঠে সাংবাদিকদের চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন রোনালদো। বেশ ক্ষুব্ধ হয়েই তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ঠিক কত দিনের সাম্প্রতিক ফর্মের তুলনা এনে ক্যারিয়ারের বৃহৎ সাফল্যকে খাটো করা হচ্ছে তাও জানতে চান রোনালদো। পরে রেগেমেগে সংবাদ সম্মেলন থেকেই চলে যান রিয়াল তারকা। উপস্থিত সবাই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও নাকি ব্যর্থ হন। এ কোন রোনালদো!

যাওয়ার আগে নিজের প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, ‘কেন আমি হোম ম্যাচের তুলনায় অ্যাওয়ে ম্যাচে সংগ্রাম করছি? আমি স্পেনে আসার পর আমার চেয়ে বেশি অ্যাওয়ে গোল কেউ করতে পেরেছে? এমন কোনো খেলোয়াড়ের নাম আপনারা বলতে পারবেন?’ না, পারবেন না, একজনও নেই। বিদায় সবাইকে। ’

রোমার বিপক্ষে ম্যাচ দিয়েই দাঁতভাঙা জবাব দিতে পারেন রোনালদো। এমনটি হলে কিন্তু ইতালিয়ান জায়ান্টদের সামনে দুঃস্বপ্নই অপেক্ষা করছে!

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।