ঢাকা: লিওনেল মেসি স্পেনে খেলেন বলেই এত অর্জন। ইতালিতে হলে শুনতে হতো দুয়োধ্বনী।
মেসির ‘পেনাল্টি পাস’ দেখে তিনি নিজেও অবাক হয়ে যান। রিয়াল মাদ্রিদে সাবেক কোচ আনচেলত্তি বলেন, ‘ সেই পেনাল্টি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা অবশ্য নিয়ম মেনেই করা হয়েছে। কিন্তু স্পেনই বলে মেসি ছাড়া পেয়ে গেল। ইতালিতে এ ভাবে গোল করলে সমস্যা হলেও হতে পারত। যদিও সব কিছু নিয়ম মেনেই হয়েছে। ’
এদিকে প্রায় দু’মাস পরে আবারও শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের খেলা। কিন্তু রিয়ালকে ১০ম শিরোপা জেতানো এ অভিজ্ঞ কোচ বর্তমানে ক্লাবহীন হয়ে রয়েছেন। তবে তিনি এখনও মনে করেন,গ্যালাকটিকোরা তাদের ঘরে ১১ নম্বর খেতাব জিততে পারে।
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে বার্সেলোনা দুর্দান্ত খেলছে। কিন্তু কয়েক মাস পরে সেটাতে পরিবর্তন আসতে পারে। সেই সময়ে চ্যাম্পিয়ন্স লিগ সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাবে। রিয়াল কিন্তু তখন ভয়ঙ্কর হয়ে উঠবে। বার্সেলোনার মতোই লড়াকু মানসিকতা রিয়ালের জানালেন তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ।
এক দিকে রিয়ালকে যেমন ফেভারিট আবার বার্সেলোনাও টানা দু’বার জেতার ইতিহাস গড়তে পারে। ‘বার্সেলোনা অবশ্যই এগিয়ে সবার থেকে। ওরা এই ফর্ম ধরে রাখলে জিততে পারে চ্যাম্পিয়ন্স লিগ। ’
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস
** গোলবারের পেছনে মেসির বিস্ময়কর স্ট্রাইক (ভিডিও)
** মেসি-সুয়ারেজের ‘শতাব্দীর সেরা পেনাল্টি’