ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেরা দুই অ্যাথলেটকে পুরস্কৃত করলো বিএসপিএ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
সেরা দুই অ্যাথলেটকে পুরস্কৃত করলো বিএসপিএ

ঢাকা: আসামের গৌহাটিতে শেষ হওয়া এসএ গেমসের সেরা অ্যাথলেট হয়েছেন শ্রীলঙ্কার দুই সাঁতারু ম্যাথু আভিসিংহে ও কিমিকো রহিম। বরাবরের মতো এবারও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) গেমসের সেরা অ্যাথলেটদের পুরস্কৃত করেছে।


 
গেমসের সমাপনী অনুষ্ঠানের আগেই সাঁতার শেষ হওয়ায় দেশে ফিরে যান ম্যাথু ও কিমিকো। তবে তাদের পক্ষ থেকে ক্রেস্ট নিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া সেক্রেটারি দেশমান্য ডক্টর প্রসন্ন অধিকারী (জেপি)।
 
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে পুরস্কার তুলে দেন ক্রীড়ালেখক সমিতির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান মিলন। ম্যাথু আভিসিংহে এবারের গেমসে পুরুষ বিভাগে সর্বোচ্চ ৬টি সোনার পদক জিতেছেন। কিমিকো রহিম মেয়েদের বিভাগে জিতেছেন ৫টি সোনা।
 
ক্রীড়ালেখক সমিতির পুরস্কার শ্রীলঙ্কান অলিম্পিক কাউন্সিলের মাধ্যমে অ্যাথলেটদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান, প্রসন্ন অধিকারী।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।