ঢাকা: ‘হ্যাজার্ড একটি বাজে ছেলে। আমি যদি তার সতীর্থ হতাম, তবে আমি তাকে লাথি মারতাম, আর অনুশীলন পিচে ফেলে দিতাম।
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে পার্ক দেস প্রিন্সেসে মুখোমুখি হয় চেলসি ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচে বাজে খেলে ব্লুজরা শেষ পর্যন্ত ২-১ গোলে হারে। আর এ ম্যাচ শেষেই জানা যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বেলজিয়াম মিডফিল্ডার হ্যাজার্ড।
তরুণ এ তারকার এমন আচরণ সহ্য করতে পারেননি কেন। এক সাক্ষাতকারে কেন জানান, হ্যাজার্ডের পুরোনো সতীর্থদের তাকে শিক্ষা দেওয়া উচিৎ। বিশেষ করে যখন দল ২-১ এ হার মানলো।
কেন বলেন, ‘আমি সত্যিই এই ফুটবলারকে বুঝতে পারছি না। গত বছর তার চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। আমরা দেখেছি সে গত বছর ভালো খেলেছে। তবে এ মৌসুমে তার বাজে পারফর্ম ছাড়া অন্য কিছুই হয়নি। ’
রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক এ তারকা আরও বলেন, ‘আমি তার সতীর্থ হলে অনুশীলন পিচেই তাকে লাথি মেরে ফেলে দিতাম। তার মাঝে প্রতিভা আছে, তবে তার আচরণ বাজে! আর গত রাতে সে বাজে একটি ছেলের মতো আচরণ করেছে। পুরোটাই ছিলো হাস্যকর। ’
প্রথম লেগের ম্যাচে খেলার পুরো সময় বাজে খেলেছেন হ্যাজার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আগামী ৯ মার্চ ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে খেলতে নামবে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস