ঢাকা: বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় কুর্মিটোলা গলফ কোর্সে ৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৬’ গলফ টুর্নামেন্টের মেগা ইভেন্টে যৌথভাবে ৩৫তম স্থান নিয়ে শেষ করা দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান এবার মালয়েশিয়ার মেব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপেও ধুঁকছেন।
দ্বিতীয় রাউন্ডে কাট থেকে বেঁচে যাওয়া সিদ্দিকুর তৃতীয় রাউন্ডে উঠলেও রয়েছেন ৫৪তম স্থানে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের রয়েল সেলাংগার গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুর দুটি বার্ডি পেলেও তিরবার বোগির খপ্পরে পড়েন। পারের চেয়ে এক শট কম খেলে তিনি রয়েছেন ১৬ জনের সঙ্গে ৫৪তম স্থানে।
তিন লাখ ডলার প্রাইজমানির এই আসরে শীর্ষে রয়েছেন পারের চেয়ে ১৩ শট কম খেলা অস্ট্রেলিয়ার নাথান হোলম্যান। দ্বিতীয় স্থানে রয়েছেন পারের চেয়ে ১১ শট কম খেলা ইংল্যান্ডের রিচার্ড ব্লান্ড আর তৃতীয় স্থানে রয়েছেন পারের চেয়ে ৮ শট কম খেলা আরেক ইংলিশ গলফার ড্যানি উইলেট।
‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৬’ গলফ টুর্নামেন্টে চমক দেখানো কোরিয়ান গলফার সোমিন লি যৌথভাবে তৃতীয় স্থানে (পঞ্চম পজিশন) রয়েছেন। তিনিও পারের চেয়ে ৮ শট কম খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর