ঢাকা: চলমান লা লিগার শিরোপা লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ পূর্ণ তিন পয়েন্টের জন্য এবার মাঠে নামবে মালাগার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে তুলনামূলক নিষ্প্রভ এমন সমালোচনা ভুলে স্পেনের সফলতম দলটি মালাগার ঘরের মাঠে আতিথিয়েতা নেবে।
রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
লা লিগায় সবশেষ খেলা ম্যাচে জয় পেয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। অ্যাতলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারায় রিয়াল। সে ম্যাচে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, সে ম্যাচটি নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেললেও রোনালদো বাহিনীকে আজকের ম্যাচে মাঠে নামতে হবে অতিথি হয়ে। সাম্প্রতিক লা লিগার পারফর্মে অ্যাওয়ে ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারছে না জিদান শিষ্যরা-এমন সমালোচনা সঙ্গী করেই মাঠে নামবে তারা।
রিয়ালের স্কোয়াড থেকে বেশ কয়েকদিনের জন্য ছিটকে পড়েছেন ইনজুরিতে থাকা গ্যারেথ বেল। রোনালদো-বেনজেমার সঙ্গে জুটি বাধতে হচ্ছে তৃতীয় কোনো স্ট্রাইকারকে। মালাগার বিপক্ষে মাঠে নামার আগে রিয়ালকে আরও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে। পিঠের ব্যাথার কারণে আজকের ম্যাচে মাঠে নামতে পারবেন না ফরাসি তারকা করিম বেনজেমা। ফলে, আক্রমণভাগে রোনালদোকে জুটি বাধতে হবে অন্য কাউকে নিয়ে।
এ মৌসুমে লা লিগায় বেনজেমা গোল করেছেন ১৯টি। গোলদাতাদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। ২৪ ম্যাচে ২১ গোল করে এই তালিকায় রোনালদো দুইয়ে। আর ২৪ ম্যাচে ২৫ গোল করা বার্সার তারকা লুইস সুয়ারেজ শীর্ষে থাকতে এখন পর্যন্ত করেছেন ২৫টি গোল। রোনালদোকে শীর্ষস্থান পেতে মালাগার বিপক্ষে গোলের দেখা পেতে হবে।
লা লিগায় রোনালদোর প্রিয় প্রতিপক্ষ হতে পারে মালাগা। দলটির বিপক্ষে স্প্যানিশ এই লিগে ১৪ গোল করেছেন তিনি। যা অন্য কোনো ফুটবলার পারেননি।
রিয়ালের বিপক্ষে মালাগার পরিসংখ্যান মোটেই সুখকর নয়। লা লিগায় দুই দলের মুখোমুখি ২৯ বারের দেখায় একবারই জয় পেয়েছে মালাগা। ২০১২ সালের ডিসেম্বরে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছিল মালাগা। এছাড়া, ২১ ম্যাচে রিয়াল জিতলেও ড্র করেছে বাকি সাতটি ম্যাচে। ২৯ বারের মুখোমুখি দেখায় কেবল মাত্র ২০১৫ সালের সেপ্টেম্বরে একটি ম্যাচেই মালাগার জালে বল জড়াতে পারেনি রিয়াল।
নিজেদের শেষ ৫ ম্যাচের তিনটিতে জিতেছে মালাগা, বাকি দুটি ম্যাচে হেরেছে তারা। অপরদিকে, সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জিতেছে রিয়াল, বাকি ম্যাচটি ড্র করে জিদান শিষ্যরা। দুই দলের মুখোমুখি সবশেষ পাঁচ বারের দেখায় রিয়াল চারবার জিতলেও একটি ম্যাচ ড্র হয়।
পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়ালের সুযোগ রয়েছে মালাগার বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে যাওয়ার। জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেতে হবে রিয়ালকে, অপরদিকে দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদকে জয়বঞ্চিত থাকতে হবে ভিয়ারিয়ালের বিপক্ষে। ২৪ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৫৩ আর সমান ম্যাচে অ্যাতলেতিকোর পয়েন্ট ৫৪। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট সর্বোচ্চ ৬৩, অবস্থান শীর্ষে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর