ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এএইচএফ কাপে বাংলাদেশের দ্বিতীয় জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এএইচএফ কাপে বাংলাদেশের দ্বিতীয় জয় ছবি: সংগৃহীত

এএইচএফ কাপ হকিতে জয়রথ ছুটে চলেছে বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে জিমির দল।

ঢাকা: এএইচএফ কাপ হকিতে জয়রথ ছুটে চলেছে বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে জিমির দল।

আর টানা দই জয়ে পুল ‘এ’ থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে লাল-সবুজের হকি দল।  

সোমাবার (২১ নভেম্বর) হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে রোমান সরকারের ফিল্ডগোলে ১-০ তে লিড নেয় বাংলাদেশ। ২৪ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নারের গোল ব্যবধান বাড়ায় ২-০তে। এরপর ২৯ মিনিটে অধিনায়ক জিমির ফিল্ড গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।  

প্রথমার্ধের অধরা জাল বিরতির পরে ঠিকই খুঁজে পায় চাইনিজ তাইপে। ৪১ মিনিটে সিং তিংয়ের ফিল্ড গোল ও ৪৮ মিনিটে সিয়েন তেঙ্গের পেনাল্টি কর্নারের গোলে ৩-২ তে ব্যবধান কমিয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফেলার আভাস দেয় চাইনিজ তাইপে।  

কিন্তু ৫২ মিনিটে মামুনুর রহমান চয়ন ফিল্ড গোল থেকে জালে বল জড়িয়ে দলকে ৪-২ ব্যবধান এনে দিলে চাইনিজ তাইপের সেই আশা ভঙ্গ হয়। ফলে ম্যাচ শেষে টানা দুই জয়ের আনন্দে ভেসে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।