ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পুরস্কার বিতরণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পুরস্কার বিতরণ প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চ্যাম্পিয়ন নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব/ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৬’এর পুরস্কার প্রদান করা হয়েছে।

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৬’এর পুরস্কার প্রদান করা হয়েছে। প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চ্যাম্পিয়ন নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব ১ লাখ টাকা, রানার্স-আপ শেখ রাসেল মেমোরিয়াল চেস ক্লাব ৬০ হাজার টাকা এবং তৃতীয় বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়দের হাতে ৪০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদের নিচ তলায় অবস্থিত সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব, রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র ও তৃতীয় স্থান অধিকারকারী বাংলাদেশ নৌবাহিনী দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক।

এবারের এই লিগে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাইফ স্পোর্টিং ক্লাব ৯ খেলায় ১৭ পয়েন্টে পেয়ে শিরোপা জয় করে। গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৯ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়। বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।