ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেপালকে হারিয়ে তৃতীয় স্থান পেল মালদ্বীপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
নেপালকে হারিয়ে তৃতীয় স্থান পেল মালদ্বীপ নেপালকে হারিয়ে তৃতীয় মালদ্বীপ (লাল জার্সি)/ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে মালদ্বীপ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আধিপত্য দেখিয়ে ৩-১ সেটে জয় তুলে নেয় মালদ্বীপ টিম।

ঢাকা: নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে মালদ্বীপ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আধিপত্য দেখিয়ে ৩-১ সেটে জয় তুলে নেয় মালদ্বীপ টিম।

২৫-২২ পয়েন্টে প্রথম সেট জিতে লিড নেয় মালদ্বীপ। দ্বিতীয় সেটে আধিপত্য দেখিয়ে ২৫-১৪ পয়েন্টে ২-০ ব্যবধানে লিড নেয় তারা। সরাসরি সেটে জয়ের সুযোগ থাকলেও তৃতীয় সেট ২৫-১৯ পয়েন্টে হেরে বসে মালদ্বীপ।

ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় নেপালের। ২৫-২১ পয়েন্টে চতুর্থ সেট জিতে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে মালদ্বীপ। পাঁচ দলের আসরের ফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।