ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

খেলা

ভারতে চতুর্থ বাংলাদেশের ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ভারতে চতুর্থ বাংলাদেশের ফাহাদ ডানপাশে বাংলাদেশের ফাহাদ/ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আইআইএফএল দ্বিতীয় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৩ বছর) এ একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চতুর্থ স্থান লাভ করেছেন।

৯ খেলায় ফাহাদসহ ৫ জন খেলোয়াড় সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে রানার-আপের জন্য টাই করে। টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদ চতুর্থ হয়।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের অদিত্য গুহগারকরকে পরাজিত করেন।

প্রতিযোগিতায় ৮ পয়েন্ট নিয়ে ভারতের ভি প্রনভ চ্যাম্পিয়ন হন এবং ফাহাদের সমান ৭.৫ পয়েন্ট নিয়ে ভারতের শেলকে শংকরশাহ রানার-আপ হয়েছেন।

ফাহাদ চতুর্থ হয়ে পঞ্চাশ হাজার ভারতীয় রুপি অর্থ পুরস্কার পেয়েছেন। চ্যাম্পিয়ন প্রনভ দেড় লাখ এবং রানার-আপ শংকরশাহ এক লক্ষ দশ হাজার রুপি অর্থ পুরস্কার পান।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ৫টি দেশের ১৮৬ জন অনূর্ধ্ব-১৩ বছর বয়সী দাবা খেলোয়াড় অংশ নেন।

এছাড়া, একই শহরে অনুষ্ঠানরত আইআইএলএফ দ্বিতীয় মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা (ওপেন) এর অষ্টম রাউন্ডের খেলা শেষে ফাহাদ ৮ খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন। গতকাল (সোমবার, ০২ জানুয়ারি) অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আউদি আমিয়াকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।