ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কুড়িগ্রামে যুব গেমসের উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
কুড়িগ্রামে যুব গেমসের উদ্বোধন  কুড়িগ্রামে ‘যুব গেমস-২০১৭’ এর উদ্বোধন করা হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রামে সপ্তাহব্যাপী ‘যুব গেমস-২০১৭’ এর উদ্বোধন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ফুটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল, রেসলিং, জুডো ও অ্যাথলেটিকস মিলিয়ে ১১টি ইভেন্ট থাকছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তত্বাবধায়নে ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।  

উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

 

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, নির্বাহী সদস্য কাজিউল ইসলাম, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ খেলোয়াড় ও কর্মকর্তারা।  

উদ্বোধনী ফুটবল খেলায় চিলমারী উপজেলা বনাম ফুলবাড়ী উপজেলা দল অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হয়।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।