প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মচারী কল্যাণ বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সব বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সিলেটেই প্রথম।
বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. মতিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও উপ সচিব কামরুল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অলিম্পিক পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার।
সংশ্লিষ্টরা জানান, কর্মচারী কল্যাণ বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা ও জেলায় অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ নেন। এখানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা ঢাকায় চুড়ান্ত পর্বে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এনইউ/আরআর