ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাভারে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
সাভারে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট শুরু বেলুন উড়িয়ে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সাভার(ঢাকা): সাভার গলফ ক্লাবের মাঠে বেলুন উড়িয়ে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) কুয়াশা ভেজা শীতের সকালে এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি তিন শতাধিক গলফারের অংশগ্রহণে এ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান।

শরীর ও মন ভালো রাখতে গলফ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে এমনটাই মনে করেন প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দিনসহ অন্যান্য গলফাররা।

তিন দিনব্যাপী চলা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিকেলে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।