ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

নাটোরে জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, ফেব্রুয়ারি ২, ২০১৮
নাটোরে জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু নাটোরে ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন’ টুর্নামেন্ট শুরু

নাটোর: নাটোরে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন’ টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রাফিক কার্যালয় চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।  

এসময় উপস্থিত ছিলেন- সদ্য পদন্নতি পাওয়া পুলিশ সুপার খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) আসাদুজ্জামান আসাদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়জুর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদুন্নবী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক, ওসি) আব্দুল হাই, ডিআইও-১ ইব্রাহিম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।